
কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে জেলা সদরের বেলগাছ ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকার কুড়িগ্রাম- রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহত শিক্ষক আব্দুল রহিম রাজু’র (৪৮) বাড়ি জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া গ্রামে। তিনি ধামশ্রেণী ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের একাধিক সূত্র জানান , শিক্ষক রাজু মিয়া মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাওয়ার পথে ত্রিমোহনী বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় শিক্ষক রাজু মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে মুহূর্তেই পিছন দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক্টর (কাঁকড়া) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে । সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয় ।
অপর মোটরসাইকেল আরোহী আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।