রৌমারীতে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবক খুন হয়েছে। আরিফুল রৌমারী উপজেলাধীন যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সুরুজ্জামানের পুত্র। সরেজমিন গিয়ে জানা গেছে কয়েকদিন গত আরিফুলের বাবা সুরুজ্জামান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়ার দায় রৌমারী থানা পুলিশ আটক করে হাজতে পাঠান। এই সুযোগে বাবা জেলহাজতে থাকায় ছোট ছেলেকে হত্যা করে নদীতে ফেলে লাখা হয়। পরিবার ও পুলিশ সুত্রে জানাযায়, গতকাল রবিবার ধনারচর চরের গ্রাম সংলগ্ন পশ্চিম পাশ্বে সোনাভরি নদীর তীরে আরিফুলের মরদেহ পাওয়া যায়। এব্যাপারে আরিফুলের বড় ভাই আব্দুল আলীম জানান, শনিবার ১৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আমরা পারিবারিক ভাবে রমজান মাসের সেহেরী খাইতেছিলাম। এমন সময় আরিফুলের ফোনে একটি রিংটোন বেজে উঠে এবং তাদের মধ্যে কথা হয়। কথা বলতে বলতে আরিফুল বাহিরে যায়। এদিকে আমরা সেহেরী খেয়ে শুয়ে পড়ি। রবিবার ১৬ মার্চ সকালে লোক মুখে খবর আসে আরিফুলকে কেবা কারা মেরে নদীর পারে ফেলে গেছে। এমন সংবাদে দৌড়ে নদীর পারে গিয়ে আরিফুলের লাশ দেখতে পান। পড়ে রৌমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সুরুতহাল রিপোর্ট শেষে লাশ নিয়ে রৌমারী থানায় নিয়ে যায়।এব্যাপারে রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ হস্তগত করি এবং লাশের সুরুতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন, বাদীদের সাথে আলোচনা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে আসামীদের গ্রেপ্তারের জোড় তৎপরতা চালানো হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
ব্রেকিং :-
কুড়িগ্রামের রৌমারী আরিফুল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
-
মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
- প্রকাশিত সময়:- ১১:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- 47
জনপ্রিয় সংবাদ