কুড়িগ্রামের রৌমারীর মৎস্য জীবিরা সহযোগিতা না পেয়ে বিপাকে ১৪৪১জন জেলে » NewsBijoy24 Online Newspaper of Bangladesh.
ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারীর মৎস্য জীবিরা সহযোগিতা না পেয়ে বিপাকে ১৪৪১জন জেলে

রেীমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা বকবান্দা ব্যাপারি পাড়া গ্রামটিতে মৎস্য জীবির সংখ্যা প্রায় তিনশো।
মৎস্য জীবি গ্রামটির জেলেরা পাচ্ছেনা সরকারি কোন সহযোগিতা ফলে বিপাকে পড়েছে মৎস্যর উপর নির্ভরশীল জেলেরা।
এনিয়ে অসহায় জেলেরা রৌমারী উপজেলা মৎস্য অফিসে প্রতিকার চাইলেও তার কোন প্রতিফলন পায়নি বলে অভিযোগ উঠেছে। বকবান্দা গ্রামের জেলেদের দাবী বিভিন্ন পত্র পত্রিকায় দেখি সরকারের সহযোগিতা পাচ্ছে আর আমরা কেন পাবো না। এমন অভিযোগ করে সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন মৎস্য জীবি রৌমারী উপজেলার জেলেরা।
তারা আরও জানায় নদী নালায় দেশীয় মাছ গুলো এখন আর আগের মতো পাওয়া যায়না ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের। অসহায় জেলেদের অভিযোগ সরকার দেশের বিভিন্ন অ লের জেলেদের চাল ডাল দিচ্ছেন আমরা পাচ্ছিনা। তারা আরও বলেন যেটুকু সহযোগতা করেন সেটুকুও আমাদের দেওয়া হয়না। কারন জানতে চাইলে বকবান্দা ব্যাপারি পাড়া গ্রামের আলমাছ হোসেন মতিউর রহমান,মাতাব্বর আলী, আমজাদ হোসেনসহ আরও অনেকেই। তাদের অভিযোগ উপজেলা থেকে ইউপি চেয়ারম্যানদের তালিকা করার জন্য দেয় মৎস্য কর্মকর্তা অফিসার। ইউপি চেয়ারম্যানরা তাদের ভোটার ক্রমি এসব জেলেদের তারা নাম দেয় আমরা যারা ওই চেয়ারম্যানকে ভোট দেইনি তাদের নাম চেয়ারম্যান দেয়না এমন অভিযোগের শেষ নেই।এবিষয় রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার সাদাত এর বরাত দিয়ে জানা গেছে রৌমারী উপজেলায় মৎস্য জীবির সংখ্যা ১৪৪১ জন। তিনি আরও বলেন ১৪৪১ জন জেলের মধ্যে ৬০০ জন জেলের জন্য চলতি অক্টোবর মাসে ২৫ কেজি করে চাল বরাদ্দ পেয়েছি। তারই ধারাবাহিকতায় এখানে ইউপি চেয়ারম্যানদের কাছে অসহায় জেলেদের তালিকা করার জন্য বলা হয়েছে। তাদের তালিকা অনুযায় কার্ডধারী জেলেদের এই চাল দেওয়া হচ্ছে। তার কথার প্রেক্ষিতে ১৪৪১ জন জেলের মধ্যে চাল পাচ্ছেন ৬০০ জন বাকিরা ৮৪১ জন সরকারের সহযোগিতার চাল পাচ্ছেন না। তাদের জন্য কি ব্যবস্তা নিবেন জানতে চাইলে তিনি বলেন সরকার আমাকে যতোটুক দিয়েছে এর বেশি চাল দেয়ার উপায় নেই। মৎস্য কর্মকর্তা আনোয়ার সাদাত জানান বাকিদের বিষয় নিয়ে জেলা মিটিংয়ে কথা বলবো।

নিউজবিজয়/এফএইচএন

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নতুন নির্দেশ মাউশির

https://i0.wp.com/www.bd-pratidin.com/assets/newDesktop/sp-img/dengu-desktop.gif?ssl=1

কুড়িগ্রামের রৌমারীর মৎস্য জীবিরা সহযোগিতা না পেয়ে বিপাকে ১৪৪১জন জেলে

প্রকাশিত সময় :- ০৭:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

রেীমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা বকবান্দা ব্যাপারি পাড়া গ্রামটিতে মৎস্য জীবির সংখ্যা প্রায় তিনশো।
মৎস্য জীবি গ্রামটির জেলেরা পাচ্ছেনা সরকারি কোন সহযোগিতা ফলে বিপাকে পড়েছে মৎস্যর উপর নির্ভরশীল জেলেরা।
এনিয়ে অসহায় জেলেরা রৌমারী উপজেলা মৎস্য অফিসে প্রতিকার চাইলেও তার কোন প্রতিফলন পায়নি বলে অভিযোগ উঠেছে। বকবান্দা গ্রামের জেলেদের দাবী বিভিন্ন পত্র পত্রিকায় দেখি সরকারের সহযোগিতা পাচ্ছে আর আমরা কেন পাবো না। এমন অভিযোগ করে সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন মৎস্য জীবি রৌমারী উপজেলার জেলেরা।
তারা আরও জানায় নদী নালায় দেশীয় মাছ গুলো এখন আর আগের মতো পাওয়া যায়না ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের। অসহায় জেলেদের অভিযোগ সরকার দেশের বিভিন্ন অ লের জেলেদের চাল ডাল দিচ্ছেন আমরা পাচ্ছিনা। তারা আরও বলেন যেটুকু সহযোগতা করেন সেটুকুও আমাদের দেওয়া হয়না। কারন জানতে চাইলে বকবান্দা ব্যাপারি পাড়া গ্রামের আলমাছ হোসেন মতিউর রহমান,মাতাব্বর আলী, আমজাদ হোসেনসহ আরও অনেকেই। তাদের অভিযোগ উপজেলা থেকে ইউপি চেয়ারম্যানদের তালিকা করার জন্য দেয় মৎস্য কর্মকর্তা অফিসার। ইউপি চেয়ারম্যানরা তাদের ভোটার ক্রমি এসব জেলেদের তারা নাম দেয় আমরা যারা ওই চেয়ারম্যানকে ভোট দেইনি তাদের নাম চেয়ারম্যান দেয়না এমন অভিযোগের শেষ নেই।এবিষয় রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার সাদাত এর বরাত দিয়ে জানা গেছে রৌমারী উপজেলায় মৎস্য জীবির সংখ্যা ১৪৪১ জন। তিনি আরও বলেন ১৪৪১ জন জেলের মধ্যে ৬০০ জন জেলের জন্য চলতি অক্টোবর মাসে ২৫ কেজি করে চাল বরাদ্দ পেয়েছি। তারই ধারাবাহিকতায় এখানে ইউপি চেয়ারম্যানদের কাছে অসহায় জেলেদের তালিকা করার জন্য বলা হয়েছে। তাদের তালিকা অনুযায় কার্ডধারী জেলেদের এই চাল দেওয়া হচ্ছে। তার কথার প্রেক্ষিতে ১৪৪১ জন জেলের মধ্যে চাল পাচ্ছেন ৬০০ জন বাকিরা ৮৪১ জন সরকারের সহযোগিতার চাল পাচ্ছেন না। তাদের জন্য কি ব্যবস্তা নিবেন জানতে চাইলে তিনি বলেন সরকার আমাকে যতোটুক দিয়েছে এর বেশি চাল দেয়ার উপায় নেই। মৎস্য কর্মকর্তা আনোয়ার সাদাত জানান বাকিদের বিষয় নিয়ে জেলা মিটিংয়ে কথা বলবো।

নিউজবিজয়/এফএইচএন