কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছের উপরে বাবলু মিয়া (৫০)নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ উলিপুর পৌরসভার বলদীপাড়া গ্রামে।

জানা গেছে, পৌরসভার বলদীপাড়া গ্রামে মৃত ইবরত আলীর ছেলে বাবলু ইউক্লিপ্টার্স গাছের ডাল কাটতে গাছে ওঠে। ডাল কাটার এক পর্যায়ে গাছের ওই ডাল ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের উপরে পড়লে বিদ্যুৎ স্পৃষ্টে গাছের উপরে তার মৃত্যু হয়। গাছের উপরে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে বাবলুর লাশ নামায়।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মসজিদের সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নিউজবিজয়২৪/এফএইচএন