লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে চালক নিহত হয়েছেন। এই ঘটনায় দুই ট্রাকে তিনজন আহত হয়েছেন।
রোববার ( ২৯ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকার আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মাকেজ আলী বগুড়া জেলার শেরপুর মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথরের জন্য বুড়িমারী স্থলবন্দর যাচ্ছিল। অপরদিকে পণ্যবাহী একটি ট্রাক নারায়ণগঞ্জের যাওয়া একটি ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকে। পরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় বুড়িমারীগামী ট্রাকটি পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেও আলী নিহত হন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।