ভোলায় হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিধ্বস্ত হওয়া মাদ্রাসার ৫ ছাত্র আহত হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন ও জেলার উপশহর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় জামেয়া গাফরিয়া আসরাফুল উলুম মাদ্রাসা ছাত্রাবাসটি ঝড়ে বিধ্বস্ত হয়েছে।
ঝড়ে ভোলা-চরফ্যাশন ও ভোলা-দৌলতখান মহাসড়কে ভেঙে পড়েছে একাধিক গাছপালা। যাঁর ফলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দৌলতখান উপজেলার মিয়ার হাট ও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
গাফরিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রিয়াজুল ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসায় ক্লাস চলার সময় ঝড় শুরু হয়। এতে ক্লাসরুম, ছাত্রাবাস ও লাইব্রেরিসহ চারটি ঘর দুমড়েমুচড়ে যায়।
‘ঝড়ের সময় আমরা ৯০ জন শিক্ষার্থীকে নিয়ে পাশের মসজিদে গিয়ে আশ্রয় নিই। এ সময় প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিউজবিজয়/এফএইচএন