চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রিশাত (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
নিহত রিশাত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দূর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে ব্যাপক পরিমাণ আম ঝরে পড়ে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দিতে পারেনি কৃষি বিভাগ।
তারা বলছেন, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কৃষি বিভাগ কাজ শুরু করেছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের আম চাষী সুকুমার প্রামানিক জানান, মৌসুমের প্রথম ঝড়ে বিপুল পরিমাণ আম ঝরে পড়েছে।
তিনি আরও বলেন, এমনিতেইতো এবার আমের উৎপাদন কম। তার ওপর আম ঝরে পড়ায় ধারণা করা হচ্ছে এবার আমের দাম বেশি পাওয়া যাবে।
আরও পড়ুন>>বাড়ছে তাপপ্রবাহ, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু
নিউজবিজয়২৪/এফএইচএন