কারিগরি ত্রুটি সমাধানের পর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কম্পানি বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বুধবার রাত ৮টা ২৫ মিনিট থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।
এর আগে কারিগরি ত্রুটির কারণে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল।
তবে স্বাভাবিক ছিল উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফ এইচ এন