রংপুরর কাউনিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুরুজ্জামান মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দূল হান্নান, ভাইস-চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও আওয়ামীলীগের নেত্রীবৃন্দরা।
সোমবার সন্ধ্যায় উপজেলার কাউনিয়া বালিকা বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বিকেলে নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার বীরমুক্তিযাদ্ধা সরদার আব্দুল হাকিম ও কাউনিয়া থানার ইন্সপেক্টর তদন্ত সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান মিয়া (৭৩) সোমবার সাড়ে ১০ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)। সুরুজ্জামান মিয়া স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
ব্রেকিং :-
কাউনিয়ায় সুরুজ্জামান মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
-
মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- 357
জনপ্রিয় সংবাদ