রংপুরের কাউনিয়ায় প্রতারণামূলক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জামাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।বুধবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানায় থানা পুলিশ। মোঃ জামাল হোসেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মোঃ মোজাফফর হোসেনের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, আদালতের বিজ্ঞ বিচারক প্রতারণামূলক একটি মামলায় মোঃ জামাল হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন। ওই মামলার রায় প্রদানের পর থেকেই সে পলাতক ছিল। দুপুরে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা হতে তার নির্দেশনায় এসআই রাসেল পারভজ ও সামিউল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জামাল হোসেন গ্রেফতার করে।