রংপুরের কাউনিয়ায় বৈদ্যুতিক ফ্যানে লিকেজ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের সামনে প্রাণ গেল ছেলের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নিশাত হোসেন (১৬)। সে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামের মো: খোরশেদ আলমের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ীর উঠানে নিশাত হোসেন ঘর থেকে বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে চালু করার জন্য বিদ্যুতের তারে সংযোগ দেয়। এ সময় অসাবধনাতা বসত বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে পড়ে নিশাত হোসেন ঘটনাস্থলে মারা যায়।
নিহত নিশাতের চাচা ও বালাপাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য সোরহাব আলী বলেন, তার ভাতিজা বাড়ীর উঠানে ছোট খাঁচা ফ্যান শরীরের কাছে নিয়ে চালু করে। এ সময় সে বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে পড়ে। ছেলেকে সটফট করতে দেখে তার মা রেনা বেগম দ্রুত ঘরে গিয়ে ফ্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরই মধ্যে মায়ের সামনে ছেলের প্রাণ চলে যায়। কিন্তু হয়তো সে বেঁচে আছে এমন আশায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান বলেন, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহতের পরিবারের ভাষ্য ও হাসপাতালের ছাড়পত্র মতে ওই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শারীরিক লক্ষণও তাই ছিল।
ওসি মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মুছলেখা নিয়ে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং :-
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের সামনে প্রাণ গেল ছেলের
- মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময় :- ০৬:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- 201
জনপ্রিয় সংবাদ