রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় রফিকুল নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সহকারী ও যাত্রীসহ আরও দুজন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন প্রায় চার ঘণ্টা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।শুক্রবার সকালে উপজেলার বেইলি ব্রিজ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোরদা ভূতছাড়া বেইলি ব্রিজ গ্রামের জয়নাল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে শহীদবাগ বেইলি ব্রিজ বাজার নামক স্থানে রংপুর মহাসড়কে কুড়িগ্রামগামী ফাহমিদা হক বাসের চালক রাস্তার নিচে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কয়েক দোকানের ওপরে উঠে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতেই বাসটির সামনের অংশ দুমড়ে মুছে যায়। এই ঘটনায় অটোচালক ও বাসের সহকারীসহ এক যাত্রীসহ তিনজন আহত হন। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীরা এবং স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোচালক রফিকুলক মারা যান। অপর দুজন আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাসের চাপায় স্থানীয় অটোচালক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শতশত বিক্ষুব্ধ লোকজন স্পিড বেকার ও সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে করে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্তাছের বিল্লাহ জানান, ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ব্রেকিং :-
কাউনিয়ায় বাস চাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ
-
মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময়:- ০৭:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- 283
ট্যাগ:-
জনপ্রিয় সংবাদ