রংপুরের কাউনিয়ায় জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় মোঃ শামসুল হক (৫৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।
গত সোমবার রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্ৰামে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
শামসুল হক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের মৃত শহর উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মঙ্গলবার শামসুল হককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত পৌনে বারোটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে কাউনিয়া উপজেলার সাব্দী এলাকায় স্থানীয় গ্যাস ষ্টেশনের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ শামসুল হককে আটক করে।
ওসি মাসুমুর রহমান বলেন, এ ব্যাপারে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪ (গ) ধারায় শামসুল হককে আসামি করে মামলা হয়েছে। মামলার তাকে গ্ৰেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
ব্রেকিং :-
কাউনিয়ায় ফেনসিডিল উদ্ধার একজন গ্রেফতার
- মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময় :- ০২:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- 249
জনপ্রিয় সংবাদ