রংপুরের কাউনিয়ায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে খাদ্য গুদামে ধান-চাল সংহ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া এবং ইউএনও তাহমিনা তারিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা অফিসার সামিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, খাদ্য গুদাম কর্মকর্তা বিলকিস আক্তার, চালকল মিলার আবু হেনা ও কৃষকরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৮৭৯ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ১ হাজার ১১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ ৮৩ টি চালকল মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করবেন। আর অনলাইনে নির্বাচিত ৩৩৭ জন কৃষক প্রত্যেকে সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবেন।
ব্রেকিং :-
কাউনিয়ায় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
- মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময় :- ০৬:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- 305
জনপ্রিয় সংবাদ