রংপুরের কাউনিয়ায় পারিবারিক আদালতের মামলায় তিনমাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মিজানুর রহমান সুমনকে দুই বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত মো: মিজানুর রহমান সুমন উপজেলার হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ গ্রামের আইয়ুব আলীর ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় পারিবারিক আদালতের বিজ্ঞ বিচারক ২০২০ সালে মিজানুর রহমান সুমনকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন। ওই মামলার রায় প্রদানের পর থেকেই সে পলাতক ছিল। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারীর পরোয়ানা জারী করে।
ওসি মাসুমুর রহমান বলেন, পলাতক আসামী মিজানুর রহমান সুমন লালমনিরহাট এলাকায় দ্বিতীয় বিয়ে করে সেখানে অবস্থান করে। সেখানেও পুলিশ অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে গা ঢাকা দেয়। তিনমাসের সাজা ভোগ করার ভয়ে দুই বছর ধরে সে পলাতক থাকে। মঙ্গলবার সে চরনাজিরদহ গ্রামে নিজবাড়ীতে অবস্থান করে। এমন সংবাদের পর রাতেই এসআই সামিউল সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। বুধবার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
ব্রেকিং :-
কাউনিয়ায় তিনমাসের সাজা ভোগের ভয়ে দুই বছর পলাতক
-
মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- 405
জনপ্রিয় সংবাদ