
রংপুরের কাউনিয়ায় বেপড়োয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় লাল মিয়া (৫০) নামে এক দিনমজুর মারা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের কমদতলা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনমজুর লাল মিয়া বৃহস্পতিবার সকালে স্থানীয় এক বাড়ীতে দিনমজুরের কাজে যাওয়ার পথে উপজেলার কমদতলা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় মহাসড়কে রংপুরমূখি বেপড়োয়া গতিতে আসা ট্রাক তাকে প্রচন্ড ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে মারা যান।
বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: মহির উদ্দিন বলেন, লাল মিয়া পেশায় দিনমজুর। তিনি স্থানীয় একবাড়ীতে কয়েকদিন ধরে ইট ভাংগার কাজ করছিল। আর দুইদিন ইট ভাংগার কাজ ছিল। গতকাল সকালে ইট ভাংগার কাজ করতে গিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনি মারা যান। দিনমজুর লাল মিয়া পরিবারের একমাত্র উপাজনক্ষম ব্যক্তি ছিল। তার মৃত্যুতে পরিবারে অভাব দারিদ্রতা নেমে আসলো।
যোগাযোগ করা হলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা গেছে। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারন ডায়রী লিপিবদ্ধ করা হয়েছে।