জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় তিস্তা নদী বেষ্ঠিত রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন গ্রামে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অসহায়, দরিদ্র ও ভূমিহীনদের জন্য নির্মিতব্য ৯৭টি ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার।
শনিবার উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন হওয়া বালাপাড়া ইউনিয়নের বটতলা গ্রামে এবং হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামে অশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘরের নির্মাণ কাজ পরিদর্শণ করেন। এসময় কাজের অগ্রগতি এবং নির্মাণ কাজের মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্যব্যক্তি এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও আশ্রয়ণ প্রকল্প-২-এর তৃতীয় ধাপে তিস্তার চরাঞ্চলে বসবাসকারীদের জন্য বরাদ্দকৃত ৩০টি ঘর নির্মাণের সর্ম্পকে খোঁজ নেন প্রকল্পের পরিচালক।
প্রকল্পের পরিদর্শন শেষে পরিচালক মিজ জাজরীন নাহার বলেন, কাউনিয়া উপজেলায় অসহায়, দরিদ্র ও ভূমিহীনদের জন্য নির্মিতব্য ঘরের নির্মাণ কাজের অগ্রগতি ও মান দুটোই ভালো। কিন্তু নির্মাণ কাজে যেন কোন প্রকার ক্রুটি না হয়, প্রশাসন ও বাস্তবায়ণ কমিটির সদস্যদের সবসময় মনিটরিং করার জন্য বলা হয়েছে।
তবে সম্প্রতি নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় অশ্রয়ণ প্রকল্পের চলমাণ নির্মাণাধীণ কাজ সমাপ্ত করতে বাস্তবায়নকারী প্রশাসনকে কিছুটা সমস্যায় পরতে হচ্ছে। বিষয়টি ঢাকায় গিয়ে জানানো হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.ডবিøউ.এম রায়হান শাহ, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান হাবিব, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, কাউনিয়া প্রেমক্লাবের সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।