রংপুরের কাউনিয়ায় মীরবাগ ডিগ্রী কলেজে গর্ভানিং পরিষদের কমিটিতে ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আবুল হোসেনকে সভাপতি করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়ন বাসীর ব্যানারে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ শেষে তারা মীরবাগ কদমতলা এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সম্পাদক আবুল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি শুশান্ত সরকার, সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, মীরবাগ কলেজের অধ্যক্ষ নিজের সুবিধার সার্থে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বহিরাগত ব্যক্তিকে বারবার সভাপতি করে বিএনপি জামায়াত পন্থী শিক্ষকদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। আবারো একই ব্যক্তিকে সভাপতি করার পাঁয়তারা করছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এলাকাবাসীর দাবি বহিরাগত ব্যক্তিকে সভাপতি না করে কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আবুল হোসেনকে সভাপতি নির্বাচিত করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ফিরিয়ে আনা দরকার।
তবে মীরবাগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ-ক-মা জয়নাল আবেদীন জানান, কলেজের গর্ভানিং পরিষদের সভাপতি নির্বাচিত করার তার কোন এক্তিয়ার নাই। সংসদ সদস্যের ডিও লেটারের প্রেক্ষিতে সভাপতি মনোনীত করে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর হাইকোর্টের নির্দেশনার বিষয় তিনি অবগত নন।
ব্রেকিং :-
কাউনিয়ার মীরবাগে কলেজে সভাপতি পদের জন্য বিক্ষোভ ও মানববন্ধন
-
মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময়:- ০৭:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- 389
ট্যাগ:-
জনপ্রিয় সংবাদ