রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় কাসেম আলী (৬৫) নামে এক বাইসাইকেল চালক মারা গেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার শহীদবাদ ইউনিয়নের খোরদো ভূতছাড়া বেলতলা এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কাসেম আলী শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া মাঝাপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধার দিকে কাসেম রংপুর কুড়িগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। খোরদো ভূতছাড়া বেলতলা এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়।
এতে বাইসাইকেল চালক রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধা সাড়ে সাত টার দিকে মারা যান তিনি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ব্রেকিং :-
কাউনিয়ায় বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত
-
মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময়:- ১০:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- 328
ট্যাগ:-
জনপ্রিয় সংবাদ