রংপুরের কাউনিয়ায় মাঠ পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষ্যে আওয়ামীলীগের দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আওয়ামী লীগ উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় এ দলীয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আশরাফুল ইসলাম, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম শফি, আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল আক্তার, হারাগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত এবং দলকে আরো শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জুন থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনে কাউন্সিল শুরু হবে।
নিউজবিজয়/এফএইচএন
ব্রেকিং :-
কাউনিয়ায় আওয়ামী লীগের দলীয় সভা
- মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময় :- ১০:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- 436
জনপ্রিয় সংবাদ