কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পেকুয়া উপজেলার ৬নং ওয়ার্ডের শিলখালী জারুল বনিয়া সেগুন বাগিচার সরোয়ারের স্ত্রী মমতাজ (৩২), একই পরিবারের সরোয়ারের কন্যা ময়না (১৩) ও একই ওয়ার্ডের হোসেনের কন্যা তোহা (৮)।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নিউজবিজয়২৪/এফএইচএন