২৫ জুলাই সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির সাথে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে এলজিইডি এবং আইসিআইএমওডি এর মধ্যে সহযোগিতা জোরদার, জ্ঞানের বিকাশ এবং তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি স্থানান্তর ও যৌথভাবে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণের আয়োজনে দুইপক্ষ একসঙ্গে কাজ করবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে এলজিইডির পক্ষে প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) এর পক্ষে ডিরেক্টর জেনারেল ড. পেমা গেয়ামচো স্বাক্ষর করেন।
আগারগাঁওস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আহসান হাবিব, মোহাঃ আব্দুল মালেক সরকার, আলি আখতার হোসেন, মোঃ মোখলেসুর রহমান ও গোপাল কৃষ্ণ দেবনাথ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলজিইডি-ক্রিলিকের পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ড. ড্যান বুম প্রমুখ।