এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের চালের দাম। কেজিপ্রতি প্রকারভেদে কমেছে ৩ থেকে ৬ টাকা। বর্তমানে হিলি বাজারে সম্পাকাটারি চাল কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৪ টাকায়, আটাশ জাতের চাল কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৪ টাকায় এবং মিনিকেট জাতের চাল ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে। সরকারি ভাবে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করার কারণে ক্রেতা সংকটের ফলে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে
মঙ্গলবার (১০ অক্টোবর) হিলি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। হিলি বাজারে চাল কিনতে আসা রিকশাচালক মহব্ববত আলি বলেন, আমরা গরিব মানুষ। রিকশা চালিয়ে প্রতিদিন ২০০/ ৩০০ টাকা আয় করি। বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বেশি। এক কেজি চালের দাম ৫০ টাকার ওপরে। দুই কেজি চাল কিনে অন্য বাজার করতে গেলে আমাদের টাকা শেষ হয়ে যায়। তবে এরমধ্যেও চালের দাম কিছুটা কমেছে। তবে ৪০ টাকার নিচে প্রতিকেজি চালের দাম হলে আমাদের গরিব মানুষগুলোর জন্য সুবিধা হতো।
হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন কুমার বলেন, হিলি বাজারে চালের দাম কিছুটা কমেছে। কেজিপ্রতি ৩ থেকে ৬ টাকা কমেছে। কারণ সরকারিভাবে উপজেলার বিভিন্ন স্থানে চাল বিক্রি করা হচ্ছে। এমনকি বিভিন্ন ইউনিয়নেও চাল দেওয়া হচ্ছে। যার ফলে ক্রেতা অনেকটাই কমে গেছে। এই জন্য মোকামে চালের দাম কমেছে। বাজারে চাল পর্যাপ্ত আছে। দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই।