রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি করেন গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম। ফেরদৌসকে মামলার ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। আর সাকিব এ মামলার ২৮ নম্বর আসামি।
এ মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি করে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।
নিউজবিজয়/এফএইচএন