চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়ার পর এবার এভারটনের কাছে হেরে গেল চেলসি।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের মাঠে ১-০ গোলে পরাজিত হয়েছে চেলসি। গডিসন পার্কে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচে জয় পেল এভারটন। এ জয়ে প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর লড়াই টিকে রইল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এভারটন।
প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা না পেলেও ৪৬তম মিনিটে দারুণ দক্ষতায় এভারটনকে এগিয়ে দেন রিচার্লিসন। নিজেদের সীমানায় পায়ে বল বেশি সময় রেখে বিপদ ডেকে আনেন সেসার আসপিলিকুয়েতা। তার কাছ থেকে বল কেড়ে সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গোল পেয়ে চেলসিকে চেপে ধরে এভারটন। তিন মিনিট পর দলকে ২-০ তে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন ভিটালি মিকোলেনকো। লাইন ছেড়ে বেরিয়ে এসে চেলসিকে বিপদমুক্ত করেন গোলরক্ষক এদুয়াঁ মঁদি। মিকোলেনকোর শট পোস্টের বাইরে দিয়ে উড়ে যায়।
গোল হজমের পর চেলসিও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। ম্যাসন মাউন্টের একটি শট এভারটনের দুই পোস্টে লেগেই লক্ষ্যভ্রষ্ট হয়। কাই হাভার্টজ ও রুডিগারের দুটি ভালো শট রুখে দেন এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড। এ পরাজয়ের পরও লিগে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান থেকে সরানো যায়নি চেলসিকে। ৩৪ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৬৬। ৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি এবং ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
নিউজ বিজয়/নজরুল