একটি বিজ্ঞাপনচিত্রে এবার একসঙ্গে হাজির হচ্ছেন খ্যাতিমান অভিনেতা আলমগীর ও প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা দম্পতি।
জানা গেছে, আগামী ১০ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং হবে। বিজ্ঞাপনটি পরিচালনা করবেন অনন্য মামুন।
এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘এই বিজ্ঞাপনটি তাদের ছাড়া কল্পনা করতে পারছিলাম না। সে কারণে তাদের চুক্তিবদ্ধ করিয়েছি। এখানে তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবেই আসছেন।’
তিনি আরও বলেন, ‘আগামী ১০ জানুয়ারি থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করবো। আশা করছি ভালো কিছু হবে। তাদের পেয়ে আমরা অনেক আনন্দিত।’
আলমগীর ও রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তি পায়।