ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের কোম শহরে হামলায় দেশটির কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ দাবি করেন। খবর আল-জাজিরার।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে আল-জাজিরা বলেছে, তেহরানের ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়। তবে একই হামলায় উভয় ব্যক্তি নিহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
তবে ইসরাইল কাৎজের দাবি, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন।

ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে কাৎজ বলেন, ‘সাইদ ইজাদি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে গণহত্যা চালানোর আগে হামাসকে অর্থায়ন এবং অস্ত্র দিয়েছিলেন’।

তার ভাষায়, ‘ইজাদিকে হত্যা ইসরাইলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন। নিহত ওঅপহৃতদের জন্য ন্যায়বিচার। ইসরাইলের লম্বা হাত তার সব শত্রুদের কাছে পৌঁছাবে।’

তবে ইসরাইলের এ দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। জবাবে তেহরানও তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

ইসরাইলের সরকারি হিসাব মতে, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের গণমাধ্যম অনুসারে, ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

এবার ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

প্রকাশিত সময়:- ০১:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইরানের কোম শহরে হামলায় দেশটির কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ দাবি করেন। খবর আল-জাজিরার।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে আল-জাজিরা বলেছে, তেহরানের ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়। তবে একই হামলায় উভয় ব্যক্তি নিহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
তবে ইসরাইল কাৎজের দাবি, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন।

ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে কাৎজ বলেন, ‘সাইদ ইজাদি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে গণহত্যা চালানোর আগে হামাসকে অর্থায়ন এবং অস্ত্র দিয়েছিলেন’।

তার ভাষায়, ‘ইজাদিকে হত্যা ইসরাইলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন। নিহত ওঅপহৃতদের জন্য ন্যায়বিচার। ইসরাইলের লম্বা হাত তার সব শত্রুদের কাছে পৌঁছাবে।’

তবে ইসরাইলের এ দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। জবাবে তেহরানও তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

ইসরাইলের সরকারি হিসাব মতে, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের গণমাধ্যম অনুসারে, ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন