ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এক তরুণী দুই ছিনতাইকারী একাই ধরে ধোলাই দিলেন

ছিনতাইকারীকে মাটিতে ফেলে ধোলাই দিচ্ছেন সাহসী তরুণী। ছবি ভিডিও থেকে নেয়া

রাজধানী কারওয়ান বাজারে জ্যামে বাসে বসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক তরুণী। হঠাৎ জানালা দিয়ে তার মোবাইলটি নিয়ে যায় ছিনতাইকারী। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমেই ঐ ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন। ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে গেছে। ঠিক ঐ সময়ই তরুণীর চোখে পড়ে আরেকটি ছিনতাইয়ের দৃশ্য। এক নারীর ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল অপর এক ছিনতাইকারী। তখনই ধাওয়া করে ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। তার একার সাহস দেখে অনেকেই এগিয়ে আসেন।

বৃহস্পতিবার বিকেলে ঐ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীকে মাটিতে ফেলে ধোলাই দিচ্ছেন তিনি। বেশ কয়েকজন তরুণীকে থামানোর চেষ্টার পরও থামেননি তিনি। তখন আটকে রাখা ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে তার আরেক সহযোগীকে ধরে ফেলেন ঐ তরুণী।

দুই ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকেও পুলিশের সঙ্গে থানায় যেতে হয়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে তরুণী বলছেন, দুইজন ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ যদি আমার মোবাইল উদ্ধার না করতে পারে এরচেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমি একজনকে ধরে তার কাছ থেকে কথা নিয়ে আরেক ছিনতাকারী ধরে ফেললাম। আর আপনারা দুইজনকে পেয়েও ফোন উদ্ধার করতে পারছেন না?

তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সারোয়ার আলম খান গণমাধ্যমকে বলেন, আটক ছিনতাইকারীদের আদালতে পাঠানো হবে। আর শিক্ষার্থীর মোবাইল উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজবিজয়/এফএইচএন

ট্যাগ:-

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এবার প্রাথমিক বিদ্যালয়ে থাকছে না ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি

এক তরুণী দুই ছিনতাইকারী একাই ধরে ধোলাই দিলেন

প্রকাশিত সময়:- ০৮:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২

রাজধানী কারওয়ান বাজারে জ্যামে বাসে বসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক তরুণী। হঠাৎ জানালা দিয়ে তার মোবাইলটি নিয়ে যায় ছিনতাইকারী। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমেই ঐ ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন। ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে গেছে। ঠিক ঐ সময়ই তরুণীর চোখে পড়ে আরেকটি ছিনতাইয়ের দৃশ্য। এক নারীর ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল অপর এক ছিনতাইকারী। তখনই ধাওয়া করে ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। তার একার সাহস দেখে অনেকেই এগিয়ে আসেন।

বৃহস্পতিবার বিকেলে ঐ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীকে মাটিতে ফেলে ধোলাই দিচ্ছেন তিনি। বেশ কয়েকজন তরুণীকে থামানোর চেষ্টার পরও থামেননি তিনি। তখন আটকে রাখা ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে তার আরেক সহযোগীকে ধরে ফেলেন ঐ তরুণী।

দুই ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকেও পুলিশের সঙ্গে থানায় যেতে হয়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে তরুণী বলছেন, দুইজন ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ যদি আমার মোবাইল উদ্ধার না করতে পারে এরচেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমি একজনকে ধরে তার কাছ থেকে কথা নিয়ে আরেক ছিনতাকারী ধরে ফেললাম। আর আপনারা দুইজনকে পেয়েও ফোন উদ্ধার করতে পারছেন না?

তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সারোয়ার আলম খান গণমাধ্যমকে বলেন, আটক ছিনতাইকারীদের আদালতে পাঠানো হবে। আর শিক্ষার্থীর মোবাইল উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজবিজয়/এফএইচএন