বান্দরবানে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় যৌথ বাহিনীর (পুলিশ-বিজিবি) সঙ্গে সন্ত্রাসীদের ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলির পর বর্তমানে পরিস্থিতি শান্ত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় দিকে গোলাগুলি থামে বলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে রাত সাড়ে ৮টা থেকে গোলাগুলি শুরু হয়। বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ডিআইজি নূরে আলম মিনা জানান, থানচি পাহাড়ের পূর্ব ও দক্ষিণ পাশের পাহাড় থেকে থানা লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সন্ত্রাসীরা। এ সময় পুলিশও গুলি করে। পরে বিজিবি ও সেনাবাহিনী যোগ দেয়।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সতর্ক অবস্থায় আছি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, সন্ত্রাসীরা থানার আশপাশে রয়েছে। এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি। সকাল হলে বলা যাবে কেউ হতাহত হয়েছে কিনা।
এর আগে, এদিন সন্ধ্যায় বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন বলেন, দুই দিনের অভিযানের পর রুমা বাজারের পাশের এলাকা থেকে সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।
নিউজ বিজয় ২৪/এফএইচএন
ব্রেকিং :-
এক ঘণ্টা পর থামল থানচির গোলাগুলি, সতর্ক পুলিশ
-
নিউজবিজয় অনলাইন ডেস্ক :-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০১:৩১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- 254
জনপ্রিয় সংবাদ