ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উলিপুরে সড়ক দুর্ঘটনা, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার(৯ মার্চ) দুপুরে তবকপুর ইউনিয়নের উলিপুর-চিলমারী সড়কের নিরাশীর পাতার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতিবাড়ী এলাকার বকিয়ত আলীর ছেলে প্লাবন আহমেদ(১৭) ও একই ইউনিয়নের ঢেঁকিয়েরাম এলাকার আবু বক্করের ছেলে সৌরভ আলী(১৮)। তারা দু’জনেই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে নিহত প্লাবন ও সৌরভ দুই বন্ধু মোটরসাইকেলযোগে চিলমারী থেকে উলিপুরে ফিরছিল। এ সময় তবকপুর ইউনিয়নের নিরাশীর পাতার নামক এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সৌরভ আলী(১৮) নিহত হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা প্লাবন আহমেদ(১৭)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, প্লাবন আহমেদ নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এইচবিএল প্রেসিডেন্টের বাংলাদেশ সফর: আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন অঙ্গীকার

উলিপুরে সড়ক দুর্ঘটনা, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

প্রকাশিত সময়:- ০৯:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার(৯ মার্চ) দুপুরে তবকপুর ইউনিয়নের উলিপুর-চিলমারী সড়কের নিরাশীর পাতার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতিবাড়ী এলাকার বকিয়ত আলীর ছেলে প্লাবন আহমেদ(১৭) ও একই ইউনিয়নের ঢেঁকিয়েরাম এলাকার আবু বক্করের ছেলে সৌরভ আলী(১৮)। তারা দু’জনেই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে নিহত প্লাবন ও সৌরভ দুই বন্ধু মোটরসাইকেলযোগে চিলমারী থেকে উলিপুরে ফিরছিল। এ সময় তবকপুর ইউনিয়নের নিরাশীর পাতার নামক এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সৌরভ আলী(১৮) নিহত হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা প্লাবন আহমেদ(১৭)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, প্লাবন আহমেদ নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন