কুড়িগ্রামের উলিপুরে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন ও গাড়ীর চাবি হস্তান্তর করা হয়েছে।আজ সকাল ১১টায় উপজেলা প্রানিসম্পদ কার্যালয় হল রুমে এক আলোচনা সভায় প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ এ এফ এম শাহরিয়ার তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ও উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর হক, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান প্রমূখ। এ সময় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আসলাম উদ্দিন আহম্মেদ, সাংবাদিক শাহীনুর রহমান ও গবাদিপশুর খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এলডিডিপি প্রকল্পের আওতায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকটি প্রদান করা হয়েছে।
ব্রেকিং :-
উলিপুরে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন
-
এম এইচ শাহীন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
- প্রকাশিত সময়:- ০৯:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- 366
ট্যাগ:-
জনপ্রিয় সংবাদ