
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক কলেজ পর্যায়ে নির্বাচিত হয়েছেন মো: মাহবুব উল আলম বিভাগীয় প্রধান পদার্থ বিজ্ঞান সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ কালিগঞ্জ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে বি.এস-সি (সন্মান) সহ নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এ এম.এস-সি সম্পন্ন করে উক্ত কলেজে ২০০১ খৃঃ থেকে আধ্যপনায় যুক্ত আছেন, ওনার পিতাও একজন অবসরপ্রাপ্ত কলেজ , মাতা গৃহিণী, ব্যক্তি জীবনে ওনি তিন সন্তানের জনক, ওনার সহধর্মিণী একটি কলেজে লাইব্রেরিয়ান, এছাড়া তিনি নর্থল্যান্ড মডেল স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, ওনার অভিব্যক্তি হচ্ছে শিক্ষকতা আমার পেশা ও নেশা, এ অর্জন আমার করিম উদ্দিন পাবলিক কলেজ সকলের