ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে মাংস পাননি ছবি দেখে গরু জবাই করে মাংস বিতরণ করলো পীরগাছার তরুণ সমাজকর্মী

ঈদ যায়, বছর যায়, কিন্তু ভাগ্যে জোটে না মাংস। এবারও ঘটা করে কোরবানীর ঈদ উদযাপন করা হলেও এক টুকরো কোরবানীর মাংস পাননি কুড়িগ্রামের চর ভগবতিপুর গ্রামের দেড় শতাধিক পরিবার। ঈদের পর এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এগিয়ে আসেন পীরগাছার তরুণ সমাজকর্মী হাফেজ ফুয়াদ শাহরিয়ার। ছুটে যান কুড়িগ্রাম থেকে ২৫ কিলোমিটার দুরে চর ভগবতিপুর গ্রামে। দেশী ও প্রবাসীদের মাধ্যমে পরিচালতি সমাজ কল্যাণ মূলক আল-মহসিনিন সাদকা গ্রæপ নামে একটি সংগঠনের সাথে যোগাযোগ করে ওই গ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে তুলে দেয়া হয় গরুর মাংস। বুধবার স্থানীয় মানুষের সহযোগিতায় মাংস তুলে দেন পীরগাছার তরুণ সমাজকর্মী আল-মহসিনিন প্রতিনিধি হাফেজ ফুয়াদ শাহরিয়ার। তিনি পীরগাছার ছাওলা ইউনিয়নের চরাঞ্চলে গড়ে তোলা জামিরন নেছা ইসলামি একাডেমি নামে একটি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। মাংস নিতে আসা রুপচাঁন বেগম, আজিমুদ্দিন মুন্সি, গাঁজী মিয়া ও শাকিল মিয়া বলেন, প্রতি বছর ঈদে দুই-এক টুকরো কোরবানীর মাংস পেলেও এবছর এক টুকরোও পাইনি। শহর থেকে আমাদের গ্রাম প্রায় ২৫ কিলোমিটার দুরে ও নদী সংলগ্ন হওয়ায় ঈদের দিন কেউ আমাদের খোঁজ নেয়নি। ঈদের পর হাফেজ ফুয়াদ ভাই আমাদের গরুর মাংস দিলো। এক বেলা মাংস খেতে পারছি এটাই আনন্দের।
আল-মহসিনিন প্রতিনিধি হাফেজ ফুয়াদ শাহরিয়ার বলেন, ঈদের ৪দিন একটি ভিডিও দেখে খুব খারাপ লাগলো। পরে আর বসে থাকতে পারিনি। ওই গ্রামে গিয়ে খোঁজখবর নিয়ে ঢাকায় যোগাযোগ করে একটি গরু জবাই করে পরিবারগুলো মাঝে মাংস তুলে দিতে পেরেছি। এটাই আমার চরম পাওয়া। আমি চাই বাকিটা জীবন মানুষের সেবায় কাটিয়ে দিতে। ## ২১-০৭-২০২২

নিউজবিজয়/এফএইচএন

সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৫

ঈদে মাংস পাননি ছবি দেখে গরু জবাই করে মাংস বিতরণ করলো পীরগাছার তরুণ সমাজকর্মী

"নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৭:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

ঈদ যায়, বছর যায়, কিন্তু ভাগ্যে জোটে না মাংস। এবারও ঘটা করে কোরবানীর ঈদ উদযাপন করা হলেও এক টুকরো কোরবানীর মাংস পাননি কুড়িগ্রামের চর ভগবতিপুর গ্রামের দেড় শতাধিক পরিবার। ঈদের পর এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এগিয়ে আসেন পীরগাছার তরুণ সমাজকর্মী হাফেজ ফুয়াদ শাহরিয়ার। ছুটে যান কুড়িগ্রাম থেকে ২৫ কিলোমিটার দুরে চর ভগবতিপুর গ্রামে। দেশী ও প্রবাসীদের মাধ্যমে পরিচালতি সমাজ কল্যাণ মূলক আল-মহসিনিন সাদকা গ্রæপ নামে একটি সংগঠনের সাথে যোগাযোগ করে ওই গ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে তুলে দেয়া হয় গরুর মাংস। বুধবার স্থানীয় মানুষের সহযোগিতায় মাংস তুলে দেন পীরগাছার তরুণ সমাজকর্মী আল-মহসিনিন প্রতিনিধি হাফেজ ফুয়াদ শাহরিয়ার। তিনি পীরগাছার ছাওলা ইউনিয়নের চরাঞ্চলে গড়ে তোলা জামিরন নেছা ইসলামি একাডেমি নামে একটি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। মাংস নিতে আসা রুপচাঁন বেগম, আজিমুদ্দিন মুন্সি, গাঁজী মিয়া ও শাকিল মিয়া বলেন, প্রতি বছর ঈদে দুই-এক টুকরো কোরবানীর মাংস পেলেও এবছর এক টুকরোও পাইনি। শহর থেকে আমাদের গ্রাম প্রায় ২৫ কিলোমিটার দুরে ও নদী সংলগ্ন হওয়ায় ঈদের দিন কেউ আমাদের খোঁজ নেয়নি। ঈদের পর হাফেজ ফুয়াদ ভাই আমাদের গরুর মাংস দিলো। এক বেলা মাংস খেতে পারছি এটাই আনন্দের।
আল-মহসিনিন প্রতিনিধি হাফেজ ফুয়াদ শাহরিয়ার বলেন, ঈদের ৪দিন একটি ভিডিও দেখে খুব খারাপ লাগলো। পরে আর বসে থাকতে পারিনি। ওই গ্রামে গিয়ে খোঁজখবর নিয়ে ঢাকায় যোগাযোগ করে একটি গরু জবাই করে পরিবারগুলো মাঝে মাংস তুলে দিতে পেরেছি। এটাই আমার চরম পাওয়া। আমি চাই বাকিটা জীবন মানুষের সেবায় কাটিয়ে দিতে। ## ২১-০৭-২০২২

নিউজবিজয়/এফএইচএন