ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে খানদানি স্বাদে শাহী তেহারি রান্নার সহজ পদ্ধতি

ঈদ কিংবা যেকোনো উৎসবের রান্নায় শাহী স্বাদ যোগ হলে খাবারের আয়োজন যেন আরও বেশি পূর্ণতা পায়। কারণ উৎসব মানেই বাহারি সব খাবারের আয়োজন। ঈদের দিনের আয়োজনে রাখতে পারেন শাহী তেহারি। এটি তৈরির রেসিপি সাধারণ তেহারির মতো নয়। কারণ এর সঙ্গে যোগ করতে হয় বেশ কয়েক ধরনের উপকরণ। চলুন তবে জেনে নেওয়া যাক শাহী তেহারি রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- দেড় কেজি

চাল- ৫০০ গ্রাম

বাদাম+পোস্ত বাটা- ২ চা চামচ

তেল ও ঘি- দেড় কাপ

পেঁয়াজ কুচি- দেড় কাপ

আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ১৫-২০টি

টকদই ও ঘনদুধ- আধা কাপ করে

লবণ ও চিনি- স্বাদমতো

টমেটো সস- আধা কাপ

ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

গোলাপজল- ১ চা চামচ

এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল-জয়ত্রী গুঁড়া- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

গরম মাংস ছোট করে কেটে নিন। এবার সব মসলা দিয়ে মেখে রাখুন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এবার তাতে মাংস রান্না করে নিন। অন্য পাত্রে তেলে চাল ভেজে পরিমাণমতো পানি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে রান্না করা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার ঢেকে অল্প আঁচে দমে রাখুন বিশ মিনিট-আধা ঘণ্টার মতো।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

ইতিহাসের এই দিনে: ১৫ জুলাই-২০২৫

ঈদে খানদানি স্বাদে শাহী তেহারি রান্নার সহজ পদ্ধতি

প্রকাশিত সময়:- ১০:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

ঈদ কিংবা যেকোনো উৎসবের রান্নায় শাহী স্বাদ যোগ হলে খাবারের আয়োজন যেন আরও বেশি পূর্ণতা পায়। কারণ উৎসব মানেই বাহারি সব খাবারের আয়োজন। ঈদের দিনের আয়োজনে রাখতে পারেন শাহী তেহারি। এটি তৈরির রেসিপি সাধারণ তেহারির মতো নয়। কারণ এর সঙ্গে যোগ করতে হয় বেশ কয়েক ধরনের উপকরণ। চলুন তবে জেনে নেওয়া যাক শাহী তেহারি রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- দেড় কেজি

চাল- ৫০০ গ্রাম

বাদাম+পোস্ত বাটা- ২ চা চামচ

তেল ও ঘি- দেড় কাপ

পেঁয়াজ কুচি- দেড় কাপ

আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ১৫-২০টি

টকদই ও ঘনদুধ- আধা কাপ করে

লবণ ও চিনি- স্বাদমতো

টমেটো সস- আধা কাপ

ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

গোলাপজল- ১ চা চামচ

এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল-জয়ত্রী গুঁড়া- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

গরম মাংস ছোট করে কেটে নিন। এবার সব মসলা দিয়ে মেখে রাখুন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এবার তাতে মাংস রান্না করে নিন। অন্য পাত্রে তেলে চাল ভেজে পরিমাণমতো পানি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে রান্না করা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার ঢেকে অল্প আঁচে দমে রাখুন বিশ মিনিট-আধা ঘণ্টার মতো।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন