দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সরকারী বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
নিজ সরকারি বাসভবনেই প্রধানমন্ত্রী ঈদ উদযাপন করবেন।
সেদিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এদিন রাজনৈতিক দলের নেতা-কর্মী, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন>>আজ যেসব দেশে উদযাপন হচ্ছে ঈদ
নিউজবিজয়২৪/এফএইচএন