ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় সমাবেশ করেছে লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
বুধবার (২৮ আগস্ট) বিকালে হাতীবান্ধা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশ ও সমাজের কল্যাণে সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা মিডিয়ার কণ্ঠরোধ করার পায়তারা করছে। মিডিয়া কমপ্লেক্সের ভেতরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সমাবেশে সাংবাদিকরা। এসময় বক্তারা বলেন, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ গণমাধ্যম। দেশবাসীর কাছে সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করেন।
প্রতিবাদ সমাবেশ মানব কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় পাটগ্রাম প্রেসক্লাব সভাপতি ইফতেখার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তিতাস আলম, দৈনিক কালের কণ্ঠ ও এনটিভির জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলাদেশ প্রতিদিন ও রংপুর বু্রো প্রধান নিউজ২৪ এর জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরল হক,
বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট খোরশেদ আলম সাগর, মোহনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি সুমন খান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তন্ময় আহম্মেদ নয়নসহ আরও অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানর দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম, নিউজ২৪, রেডিও ক্যাপিটাল ও টি স্পোর্টসের মিডিয়া হাউজে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কমপ্লেক্সের ভেতরে থাকা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউজের গাড়ি ভাঙচুর করে তারা।
নিউজবিজয়২৪/এফএইচএন