ইসরায়েল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা ৩৮০০ ছাড়াল » NewsBijoy24 Online Newspaper of Bangladesh.
ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ইসরায়েল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা ৩৮০০ ছাড়াল

  • আন্তর্জাতিক ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৯:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ২৪৩ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে শুরু হয় এ যুদ্ধ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৫ অক্টোবর) জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর রোববার ইসরায়েলিদের হতাহতের নতুন সংখ্যা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র তাল হেনরিখ সাংবাদিকদের বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি (ইসরায়েলি) নিহত হয়েছেন। এছাড়া জিম্মি করা হয়েছে ১২০ জনেরও বেশি জনকে।’

অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে ২ হাজার ৪৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯ হাজার ২০০ জনে পৌঁছেছে।

এদিকে এর আগে গতকাল পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৩০০ ইসরায়েলির মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। একদিন পর বলা হলো, মৃতের সংখ্যা আরও একশ জনেরও বেশি বেড়েছে।

ইসরায়েলিদের উপর হামাসের হামলা প্রায় বন্ধ হয়ে গেলেও; ইসরায়েলি বিমানবাহিনী ও সেনাবাহিনী এখনো গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে। ফলে গাজায় প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, শুধুমাত্র গত শনিবার ইসরায়েলের হামলায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

রাজধানীতে সোমবার যেসব মার্কেট বন্ধ

https://i0.wp.com/www.bd-pratidin.com/assets/newDesktop/sp-img/dengu-desktop.gif?ssl=1

ইসরায়েল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা ৩৮০০ ছাড়াল

প্রকাশিত সময় :- ০৯:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে শুরু হয় এ যুদ্ধ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৫ অক্টোবর) জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর রোববার ইসরায়েলিদের হতাহতের নতুন সংখ্যা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র তাল হেনরিখ সাংবাদিকদের বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি (ইসরায়েলি) নিহত হয়েছেন। এছাড়া জিম্মি করা হয়েছে ১২০ জনেরও বেশি জনকে।’

অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে ২ হাজার ৪৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯ হাজার ২০০ জনে পৌঁছেছে।

এদিকে এর আগে গতকাল পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৩০০ ইসরায়েলির মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। একদিন পর বলা হলো, মৃতের সংখ্যা আরও একশ জনেরও বেশি বেড়েছে।

ইসরায়েলিদের উপর হামাসের হামলা প্রায় বন্ধ হয়ে গেলেও; ইসরায়েলি বিমানবাহিনী ও সেনাবাহিনী এখনো গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে। ফলে গাজায় প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, শুধুমাত্র গত শনিবার ইসরায়েলের হামলায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজবিজয়২৪/এফএইচএন