ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

ইসরায়েলের আক্রমণের জবাবে পাল্টা শতাধিক ড্রোন ছুড়েছে ইরান— এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ইরান থেকে একযোগে শতাধিক ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে।

তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী এই ড্রোনগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের পাল্টা আক্রমণে ইরানের সশস্ত্র বাহিনী, রেভল্যুশনারি গার্ড এবং ইমার্জেন্সি কমান্ডের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।

ড্রোন হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক প্রশাসনগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ চলবে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, শুক্রবার (১৩ জুন) ২০০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের ১০০টিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এতে ব্যবহার করা হয় ৩৩০টিরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র।

এই আক্রমণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেছেন, এই বর্বর হামলার পরিণতি ভয়াবহ হবে, এবং এর দায় ইসরায়েলকে বহন করতে হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

প্রকাশিত সময়:- ০২:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ইসরায়েলের আক্রমণের জবাবে পাল্টা শতাধিক ড্রোন ছুড়েছে ইরান— এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ইরান থেকে একযোগে শতাধিক ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে।

তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী এই ড্রোনগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের পাল্টা আক্রমণে ইরানের সশস্ত্র বাহিনী, রেভল্যুশনারি গার্ড এবং ইমার্জেন্সি কমান্ডের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।

ড্রোন হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক প্রশাসনগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ চলবে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, শুক্রবার (১৩ জুন) ২০০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের ১০০টিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এতে ব্যবহার করা হয় ৩৩০টিরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র।

এই আক্রমণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেছেন, এই বর্বর হামলার পরিণতি ভয়াবহ হবে, এবং এর দায় ইসরায়েলকে বহন করতে হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন।