ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে হামলার ব্যাপারে ট্রাম্পকে সরে আসার আহ্বান যুক্তরাজ্যের

ডোনাল্ড ট্রাম্প ও কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত  

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, ‘এই সংঘাতে কি সরাসরি জড়িয়ে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?’ যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিলেও ট্রাম্পের বক্তব্যে এখনো কোনো কিছু স্পষ্ট নয়। এমন পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রতি তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য আহ্বান জানিয়েছে, যুদ্ধে না জড়াতে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘যুদ্ধ বেড়ে যাওয়ার বড় রকমের ঝুঁকি আছে।’ তিনি ইসরায়েল ও ইরান, দুই পক্ষকেই কূটনৈতিক পথ খোঁজার আহ্বান জানিয়েছেন।

স্টারমার বলেছেন, ‘এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে, এটিই (আলোচনা) এই সমস্যা সমাধানের উপায়।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি উত্তেজনা হ্রাসের জন্য যুক্তরাজ্যের আবেদন ওয়াশিংটনে নিয়ে যাচ্ছেন। সেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন। ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বৃহস্পতিবার সন্ধ্যায় (মার্কিন সময় অনুযায়ী) মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

ইসরায়েল ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলেও যুক্তরাজ্যকে টানতে চায়নি। একজন ইসরায়েলি মুখপাত্র বিবিসিকে বলেছেন, ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সহায়তার জন্য যুক্তরাজ্যের কাছে কোনো অনুরোধ করা হয়নি। যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো সহায়তার প্রস্তাবও দেওয়া হয়নি বলে জানান তিনি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার ব্যাপারে ট্রাম্পকে সরে আসার আহ্বান যুক্তরাজ্যের

প্রকাশিত সময়:- ১২:৩০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, ‘এই সংঘাতে কি সরাসরি জড়িয়ে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?’ যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিলেও ট্রাম্পের বক্তব্যে এখনো কোনো কিছু স্পষ্ট নয়। এমন পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রতি তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য আহ্বান জানিয়েছে, যুদ্ধে না জড়াতে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘যুদ্ধ বেড়ে যাওয়ার বড় রকমের ঝুঁকি আছে।’ তিনি ইসরায়েল ও ইরান, দুই পক্ষকেই কূটনৈতিক পথ খোঁজার আহ্বান জানিয়েছেন।

স্টারমার বলেছেন, ‘এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে, এটিই (আলোচনা) এই সমস্যা সমাধানের উপায়।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি উত্তেজনা হ্রাসের জন্য যুক্তরাজ্যের আবেদন ওয়াশিংটনে নিয়ে যাচ্ছেন। সেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন। ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বৃহস্পতিবার সন্ধ্যায় (মার্কিন সময় অনুযায়ী) মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

ইসরায়েল ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলেও যুক্তরাজ্যকে টানতে চায়নি। একজন ইসরায়েলি মুখপাত্র বিবিসিকে বলেছেন, ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সহায়তার জন্য যুক্তরাজ্যের কাছে কোনো অনুরোধ করা হয়নি। যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো সহায়তার প্রস্তাবও দেওয়া হয়নি বলে জানান তিনি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন