চলমান অভিযানে ইরানের রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) এ দাবি করে আইডিএফ। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিন রাতে তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও হামলা চালিয়েছে তেলআবিব। মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় স্বেচ্ছাসেবী সংস্থাটির কার্যালয়। ভবনটিতে আগুনের খবরও পাওয়া গেছে।
এ সময়, ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা হয়। তেলআবিবের মিসাইলের টার্গেট হয়েছে ইস্ফাহান, সিরাজ, কেরমান শাহ অঞ্চল। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাজ শহর ও কাছাকাছি বিমানবন্দরে।
গতকাল বুধবার একদিনে ইরানের ৬০টি স্থানে হামলার কথা জানিয়েছে তেলআবিব। তেহরানের সেন্ট্রিফিউজ ও অ্যান্টি ট্যাংক মিসাইল উৎপাদন কেন্দ্র ধ্বংসের দাবি করেছে তারা।
অপরদিকে ইসরায়েলজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরানও। রাতভর সাইরেনের আওয়াজ শোনা গেছে দেশটির বিভিন্ন শহরে। মিসাইলের টার্গেট হয়েছে দখলকৃত জেরুজালেমও।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন।