যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে দ্বীপজেলা ভোলায় অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে ভোলার চর জাংগালিয়া স্কুল এন্ড কলেজে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।
এসময় আলোচকরা জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করে।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে এসময় জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্য মোঃ শাফায়াত হোসেন, শামীম হোসেন শুভ, মীর আবিদ হোসেন রাফি, এমরান খান, জাহিদ হাসান, সাফা ইসলাম, রিয়া, হৃদয় দত্ত, ফজলে রাব্বি রিমন, রাসেল হোসেন, রায়হান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর মোঃ শাফায়াত হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নিউজবিজয়২৪/এফএইচএন