ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে: ২৯ শে মে.২০২৪

জ বুধবার, ২৯ মে ২০২৪ ইংরেজি, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বাংলা, ২০ জিলকদ ১৪৪৫ হিজরি। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:-

১৩২৮ – ফিলিপ-৫ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন।

১৪৫৩ – ওসমানীয় সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ফতেহ পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত কন্সটান্টিনোপল বন্দর জয় করেন।

১৭২৭ – দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন।

১৮০৭ – মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।

১৮৭৪ – সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়।

১৯০৩ – সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত।

১৯৩৪ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোসফের স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, কিউবারের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিল করা হয়।

১৯৩৫ – হেগ জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৩৭ – স্পেনে গৃহযুদ্ধ চলার সময় রিপাবলিকানদের জঙ্গী বিমান জার্মানীর একটি জাহাজে আঘাত হানে।

১৯৫৩ – তেনজিং নরগেএবং এডমন্ড হিলারী যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দু জনের মধ্যে তেনজিং নরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন।

১৯৫৪ – পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক এ.কে. ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয়।

১৯৫৯ – শার্ল দ্য গল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।

১৯৬৩ – ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৬৮ – ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।

১৯৭২ – তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট নিকসেন সৌভিয়েত ইউনিয়নে তার এক সপ্তাহব্যাপী সফর করেন।

১৯৯০ – বরিস ইয়েলৎসিন রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯০ – কর্ণফুলি সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯৯১ – ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯৯৩ – চতুর্থ এশিয়া-প্যাসিফিক রেড ক্রস সম্মেলন পেইচিংএ সমাপ্ত হয়।

১৯৯৬ – কায়রোতে ৭টি আরব দেশের পরিবেশ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৯৬ – বেনজামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত।

জন্ম:

১৬৩০ – রাজা দ্বিতীয় চার্লস।

১৮৬৩ – আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

১৮৬৫ – শিক্ষাবিদ ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়।

১৮৬৮ – দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।

১৯০৮ – ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়।

১৯১৭ – জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।

১৯২৯ – দ্বিজেন শর্মা, বাংলাদেশী প্রকৃতিবিদ।

১৯৫২ – হুমায়ুন ফরীদি।

মৃত্যু:

১২৫৯ – ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টোফার।

১৯৭৭ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, একজন ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯৮১ – চীনের মহান বিপ্লবী পথিকৃত ড: সান ইয়াত সেনের বিধবা সন ছিং লিন।

দিবস:

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিব

নিউজবিজয়/এফএইচএ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ঈদের ছুটি আরও একদিন বাড়তে পারে!

ইতিহাসের এই দিনে: ২৯ শে মে.২০২৪

প্রকাশিত সময়:- ১২:০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

জ বুধবার, ২৯ মে ২০২৪ ইংরেজি, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বাংলা, ২০ জিলকদ ১৪৪৫ হিজরি। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:-

১৩২৮ – ফিলিপ-৫ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন।

১৪৫৩ – ওসমানীয় সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ফতেহ পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত কন্সটান্টিনোপল বন্দর জয় করেন।

১৭২৭ – দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন।

১৮০৭ – মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।

১৮৭৪ – সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়।

১৯০৩ – সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত।

১৯৩৪ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোসফের স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, কিউবারের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিল করা হয়।

১৯৩৫ – হেগ জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৩৭ – স্পেনে গৃহযুদ্ধ চলার সময় রিপাবলিকানদের জঙ্গী বিমান জার্মানীর একটি জাহাজে আঘাত হানে।

১৯৫৩ – তেনজিং নরগেএবং এডমন্ড হিলারী যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দু জনের মধ্যে তেনজিং নরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন।

১৯৫৪ – পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক এ.কে. ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয়।

১৯৫৯ – শার্ল দ্য গল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।

১৯৬৩ – ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৬৮ – ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।

১৯৭২ – তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট নিকসেন সৌভিয়েত ইউনিয়নে তার এক সপ্তাহব্যাপী সফর করেন।

১৯৯০ – বরিস ইয়েলৎসিন রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯০ – কর্ণফুলি সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯৯১ – ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯৯৩ – চতুর্থ এশিয়া-প্যাসিফিক রেড ক্রস সম্মেলন পেইচিংএ সমাপ্ত হয়।

১৯৯৬ – কায়রোতে ৭টি আরব দেশের পরিবেশ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৯৬ – বেনজামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত।

জন্ম:

১৬৩০ – রাজা দ্বিতীয় চার্লস।

১৮৬৩ – আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

১৮৬৫ – শিক্ষাবিদ ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়।

১৮৬৮ – দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।

১৯০৮ – ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়।

১৯১৭ – জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।

১৯২৯ – দ্বিজেন শর্মা, বাংলাদেশী প্রকৃতিবিদ।

১৯৫২ – হুমায়ুন ফরীদি।

মৃত্যু:

১২৫৯ – ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টোফার।

১৯৭৭ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, একজন ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯৮১ – চীনের মহান বিপ্লবী পথিকৃত ড: সান ইয়াত সেনের বিধবা সন ছিং লিন।

দিবস:

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিব

নিউজবিজয়/এফএইচএ