আজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ইংরেজি, ২৮ কার্তিক ১৪৩১ বাংলা, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
আজকের ঘটনাবলি
১৭৭৫ – আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে।
১৮০৫ – ফরাসিরা ভিয়েনা দখল করে।
১৮৩৫ – টেক্সাস মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়।
১৮৬৪ – গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে।
১৯৭৪ – ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি এল ও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।
১৯৭৭ – ঢাকায় বিজ্ঞান যাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৮৫ – কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারায়।
১৯৮৯ – আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।
১৯৯৪ – সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়।
২০০২ – ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।
জন্ম:
১৮৪৭ – ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন।
১৯২১ – অশোক বড়ুয়া, বাঙালি লেখক।
১৯৪৮ – জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
১৯৬৭ – জুহি চাওলা, জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু:
১৯০৭- ইংরেজ কবি ফ্রান্সিস থমসন।
দিবস:
জার্মানি- শোক দিবস।