চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সাভারের আশুলিয়ার অন্তত ১৫০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে গতকাল আশুলিয়ার ৭০ থেকে ৮০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। আজ সব মিলিয়ে অন্তত ১৪০ থেকে ১৫০টি কারখানা বন্ধ দেখা গেছে।
আজ সকাল ৮টা থেকে থেকে হামিম গ্রুপ, শারমিন গ্রুপসহ আশুলিয়া থানাধীন ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নে অবস্থিত (জামগড়া থেকে জিরাবো, জিরাবো থেকে বিশমাইল ও টংগাবাড়ী থেকে বঙ্গবন্ধু রোড এলাকা) ১৪০ থেকে ১৫০টি ফ্যাক্টরি বন্ধ দেখা যায়।
এদিকে, ফ্যাক্টরিগুলোর গেটে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা আশপাশের গলিতে অবস্থান করছেন। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, শিল্প পুলিশ, বিজিবি ও র্যাব টহলরত আছে।
তবে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ৮৬টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, শিল্প পুলিশ, বিজিবি ও র্যাব টহল অব্যাহত রয়েছে।
নিউজবিজয়২৪/এফএইচএন