আমার ওপর আস্থা রাখুন, দেশের কোথাও কারও ওপর হামলা হবে না বলে জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমার ওপর আপনারা আস্থা রাখুন। কারও ওপর হামলা হবে না।
এ সময় ড. ইউনূসের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায়। এর আগে তারা ড. ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান।
নিউজবিজয়২৪/এফএইচএন