ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমদানি বন্ধের খবরে হিলিতে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ

 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলি বন্দর বাজারে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। ৯০ টাকা কেজিতে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার (৯ ডিসেম্বর) হিলি বাজার ঘুরে জানা যায়, গতকালও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা কেজি দরে। এক রাতের ব্যবধানে বর্তমান তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মজিবর রহমান বলেন, পরশুদিনও ৯০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনেছিলাম। আজ তা ১৮০ টাকায় কিনলাম। একদিনের ব্যবধানে এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে?

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়েছে। আমদানিকারকদের নিকট বেশি দামে কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। যে কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, বাজারে এখনো দেশি পেঁয়াজের পর্যাপ্ত আমদানি হয়নি। আরও কিছুদিন ভারতীয় পেঁয়াজ আমদানি হলে বাজার নিয়ন্ত্রণে থাকত। আশা করব, সরকার আলোচনা করে আরও কিছু দিন ভারতীয় পেঁয়াজ আমদানি স্বাভাবিক রাখবে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রুহুল কবির রিজভীর

আমদানি বন্ধের খবরে হিলিতে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ

প্রকাশিত সময় :- ০৬:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলি বন্দর বাজারে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। ৯০ টাকা কেজিতে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার (৯ ডিসেম্বর) হিলি বাজার ঘুরে জানা যায়, গতকালও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা কেজি দরে। এক রাতের ব্যবধানে বর্তমান তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মজিবর রহমান বলেন, পরশুদিনও ৯০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনেছিলাম। আজ তা ১৮০ টাকায় কিনলাম। একদিনের ব্যবধানে এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে?

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়েছে। আমদানিকারকদের নিকট বেশি দামে কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। যে কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, বাজারে এখনো দেশি পেঁয়াজের পর্যাপ্ত আমদানি হয়নি। আরও কিছুদিন ভারতীয় পেঁয়াজ আমদানি হলে বাজার নিয়ন্ত্রণে থাকত। আশা করব, সরকার আলোচনা করে আরও কিছু দিন ভারতীয় পেঁয়াজ আমদানি স্বাভাবিক রাখবে।

নিউজবিজয়২৪/এফএইচএন