সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ৮ জনকে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
গ্রেফতার দেখানো বাকিরা হলেন- সাবেক সচিব মহিবুল হক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং শমসের মবিন চৌধুরী।
বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদারকে এবং বনানী থানার মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়।
কাফরুল থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং একই থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় শমসের মবিন চৌধুরী ও আনিসুল হক ও মতিঝিল থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন