শারদীয় দূগোর্ৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তে রক্ষী বাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা মিনিময় করেছে। বৃহস্পতিবার (১০ অক্টম্বর) সকাল ১১ টায় ২৮৫ নং মেইন সীমান্ত পিলারের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট শুন্য রেখায় দায়িত্বরত উভয় দেশের সীমান্তে রক্ষি বাহিনীর সদস্যরা মিষ্টি দিয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কামন্ডার সুবেদার শাহাদত হোসেন বিএসএফ ৬১ ব্যটালিয়ন কমান্ডেন্ট এসি বিজয় শর্মার হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। পরক্ষান্তরে বিএসএফ বিজিবিকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার অসীম কুমার মারক, বিএসএফ ১৫১ ব্যাটালিন আওতাধীন ভারত হিলি চেকপোস্ট কমান্ডার ত্রিপাল সিং সহ উভয় দেশের সীমান্ত রক্ষি বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন জানান, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা যাতে ভাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে দায়িত্ব পালন করতে পারি সেই লক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। আশা করি এতে করে ভাতৃত্ববোধ আরো বাড়বে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন