
ঈদকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযানে ৯৩ বোতল নিশিদ্ধ ঘোষিত ফেন্সিডিল ও মাদক পরিবহনে একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়,বুধবার (১২ মার্চ ) গভীর রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী নামক স্থানে অভিযান চালায়।
অভিযানে পুলিশের উপস্থীতি টের পেয়ে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী ফেনসিডিল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তাদের রেখে যাওয়া ৯৩ বোতল ফেনসিডিল মাদক পরিবহনের ব্যবহৃত একটি গ্লামার মটরসাইকেল উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ তথ্য অনুযায়ী মহিষখোচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে দুলু মিয়া (৩৮) ও একই ইউনিয়নের ভাতুর খামার এলাকার মহবরের ছেলে আশরাফুল ইসলাম (৪০) দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, তাং-১২/০৪/২০২৩
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।