লমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৩৩ হাজার ১শত ৩৫ ভোট পেয়ে ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল) মার্কায় আদিতমারী উপজেলা পরিষদের পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলম পেয়েছেন ২৯ হাজার ১শত ১৮ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষনা করেন আদিতমারী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় হতে বেসরকারীভাবে ফারুক ইমরুল কায়েসকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষনা করা হয়।
আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে উড়োজাহাজ মার্কায় ২২ হাজার ৫শত ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিলন কুমার ১১ হাজার ৩ শত ২৮ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামসুন নাহার মিলি (পদ্মফুল) পেয়েছেন ২৪ হাজার ৬ শত ২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার (সেলাই মেশিন) ২২ হাজার ৮ শত ৭২ ভোট।
আরও পড়ুন>>নীলফামারীতে জাল ভোট দিতে গিয়ে ৬ জন আটক
নিউজবিজয়২৪/এফএইচএন